মাদরাসা খোলার ঘোষণা

মুহতারাম অভিভাবক!
আল-হামদুলিল্লাহ ছুম্মা আল-হামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ দয়া ও করুণায় আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। পরিস্থিতির ভয়াবহতা এখনও কেটে উঠেনি আর স্বাভাবিক অবস্থা কবে ফিরবে আল্লাহ পাকই ভালো জানেন। তালিবুল ইলমরা বাড়িতে থাকতে থাকতে অতিষ্ট হয়ে পড়েছে। এর পাশাপাশি তাদের স্বভাব ও মানসিকতায় পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। আমরা ও অভিভাকগণ উদ্বেগ-উৎকন্ঠায় দিন কাটাচ্ছি।
এমতাবস্থায় আল্লাহর উপর ভরসা করে এবং যথা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে আমাদের মাদরাসা খোলার একটি সিদ্ধান্ত নিয়েছি।
তাই আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ রইলো, একজন সচেতন অভিভাবক হিসেবে আমাদের দেয়া নিম্ন দায়িত্বগুলো আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে পালন করবেন ।

(১) উপস্থিতি

দীর্ঘদিন যাবৎ তালিবুল ইলমদের বিছানা, কাপড়-চোপড় ইত্যাদি অব্যবহৃত থাকায় ধোয়া ও রোদ দেয়া ব্যতীত ব্যবহার করা উচিত হবে না। তাই প্রথমেই তালিবুল ইলম মাদরাসায় এসে ধোয়া ও রোদে দেয়ার আমলটি করবে। এই জন্য আমরা সব তালিবুল ইলমকে একসাথে উপস্থিত না করে ধাপে ধাপে উপস্থিত করবো। সেই অনুযায়ী নি¤েœ উল্লেখিত তারিখ ও সময়ে বর্ষভিত্তিকভাবে তালিবুল ইলমরা মাদরাসায় উপস্থিত হবে।
(১) ৬ মুহাররম (১৬/০৮/২১) রোজ সোমবার সকাল ৯ টার আগে ৩য় বর্ষের তালিবুল ইলমরা উপস্থিত হবে।
(২) ৭ মুহাররম (১৭/০৮/২১) রোজ মঙ্গলবার সকাল ৯ টার আগে ২য় বর্ষের তালিবুল ইলমরা উপস্থিত হবে।
(৩) ৯ মুহাররম (১৯/০৮/২১) রোজ বৃহস্পতিবার সকাল ৯ টার আগে ১ম বর্ষের তালিবুল ইলমরা উপস্থিত হবে।
(৪) ১০ মুহাররম (২০/০৮/২১) রোজ শুক্রবার সকাল ৯ টার আগে ৪র্থ ও ৫ম বর্ষের তালিবুল ইলমরা উপস্থিত হবে।
বিঃদ্রঃ যারা উল্লেখিত তারিখ ও সময়ের মধ্যে উপস্থিত হবে না তাদের শয়নস্থান ভিন্ন জায়গায় হতে পারে।

(২) স্বাস্থ্য

(ক) অভিভাকদের কাছে অনুরোধ থাকবে আপনার সন্তানের মাঝে যদি বর্তমান রোগের কোন আলামত বা উপসর্গ থাকে তবে দয়া করে মাদরাসায় পাঠাবেন না। রোগের আলামত বা উপসর্গহীন অবস্থায় পাঠাবেন।
(খ) মাদরাসায় অবস্থানকালীন কারো মাঝে বর্তমান রোগের কোন আলামত বা উপসর্গ দেখা দিলে আমরা তাকে দ্রæত “পৃথকবাসের” (কোয়ারেন্টাইনের) ব্যবস্থা করবো এবং অভিভাবক তাকে যথা সম্ভব দ্রæত বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন।
(গ) কারো মাঝে কোন প্রকার উপসর্গ দেখা দিলে আমরা যেন তার দায়ভার অন্য কারো উপরে না চাপাই বরং তাকদীরের উপর বিশ্বাস রাখি।

(৩) ছুটি

(ক) পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল প্রকারের বিরতি বা সাময়িক ছুটি বন্ধ থাকবে।
(খ) শুক্রবার জুমার নামাযের জন্য মাত্র ২ঘণ্টার বিরতি হবে এবং মাদরাসার নির্ধারিত মসজিদে জুমার নামায আদায় করবে।
(গ) সর্বপ্রকার পারিবারিক অনুষ্ঠান কেন্দ্রিক ছুটি বন্ধ থাকবে।

(৪) অর্থ

(ক) প্রথম বর্ষের তালিবুল ইলমদের সুন্দুক ফি বাবদ ১০০০/=(একহাজার) টাকা করে প্রদান করতে হবে।
(খ) বিশেষ পরিস্থিতির কারণে বর্তমান শিক্ষাবর্ষের প্রথম তিন মাসের মাসিক প্রদেয় ধার্য ছিল ২০০০/=(দুই হাজার টাকা) করে। সেই অনুপাতে যাদের যেই পরিমান বকেয়া আছে তা পরিশোধ করার অনুরোধ করা হল।
(গ) বর্তমান মাসের (মুহাররম-১৪৪৩হিঃ) মাসিক প্রদেয় বাবদ ৩৯০০/= (তিন হাজার নয়শত টাকা) প্রদান করতে হবে।

১ম বর্ষের তালিবে ইলমের প্রয়োজনীয় সামান

১. দরসের সাথে সংশ্লিষ্ট কিতাব ও খাতা।
২. তিন জোড়া পরিধানের কাপড়, তিনটি গেঞ্জি, দুইটি লুঙ্গি, একটি গামছা, তিনটি সাদা টুপি। একটি কলমদানী, প্রয়োজনীয় কলম, রুলার, মেসওয়াক, ব্রাশ, দাঁতের মাজন, নখ কাটার যন্ত্র, রেজার, কাঁচি, আয়না।
৩. সাবান, নীল, কাপড় কাচার ব্রাশ, টিস্যু, তেল, ক্রীম, লোশন, হেঙ্গার।
৪. তাবলীগি বিছানা থাকতে হবে। যা ২৪-২৬ ইঞ্চির বেশী প্রশস্ত হবে না।(বিছানা কেনার প্রয়োজনে ০১৯৬৬২৪৮২৮৩ নম্বরে যোগাযোগ করতে পারেন।)
৫. একজনের মাপের মশারি।
৬. সুন্দুকের (বাক্সের) জন্য ছোট একটি তালা আনতে হবে।
বিঃদ্রঃ উল্লেখিত সামানগুলো ব্যতীত অন্য কোন সামান বিশেষ অনুমতি ছাড়া সাথে রাখা যাবে না। দরসে বসার জন্য ২ জোড়া সাদা পায়জামা ও পাঞ্জাবী থাকতে হবে। ট্রাঙ্ক, প্লেট, গ্লাস, জগ, বালতি, মগ ইত্যাদি মাদরাসা থেকে প্রদান করা হবে, সুতরাং এগুলো তালিবুল ইলমের সাথে করে আনার প্রয়োজন নেই।

প্রয়োজনে নিচের নেগরান উস্তাদের নম্বরে ফোন করতে পারেন।

১ম বর্ষ :

  • ০১৭৩১২২২৮০৪
  • ০১৮৭৯১৪২২০৩
  • ০১৮৭৯১৪২২০২

২য় বর্ষ:

  • ০১৮৭৯১৪২২০৪
  • ০১৮৭৯১৪২২০৫

৩য় বর্ষ:

  • ০১৮৭৯১৪২২১০
  • ০১৮২৮২৪৪৯১৮

৪র্থ ও ৫ম বর্ষ:

  • ০১৮২৮৯৪২৫১৯

তাং ০২/০১/১৪৪৩ হিঃ
১২/০৮/২০২১ ঈঃ

দফতর
বাইতুর রাসূল সাঃ মাদরাসা
হাজারীবাগ,ঢাকা।